ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

আব্দুর আসিফ জয় মার্চ ৯, ২০২৫, ০৬:৪২ পিএম ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের শওকত (৩৮) ও মুনছুর। তারা যথাক্রমে এ ঘটনায় করা হত্যা মামলায় ১ নম্বর ও ৮ নম্বর আসামি।বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, শনিবার রাত দেড়টার দিকে মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার তাদের আদালতে পাঠানো হবে। বাবুল হোসেনকে হত্যার ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। এর মধ্যে শওকত ১ নম্বর ও মুনছুর ৮ নম্বর আসামি।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি দুপুরে জুমার নামাজের সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জমিতে সরিষা মাড়াইয়ের কাজ করার সময় স্ত্রীর সামনেই বাবুল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মো. অনিক রহমান (২২), মোহাম্মদ শয়ন ইসলাম (২৩) ও মো. আয়নাল হোসেন (৪০) নামে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে বাবুলকে হত্যা করা হতে পারে। 

বাবুল স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আকসির নগর প্রকল্পের ভেতরে একটি পুকুর থেকে নিহত বাবুলের বাবা ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করেছিল ধামরাই থানা পুলিশ।

 

কালের সমাজ//এ.জে

 

Side banner