ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পাবনা সাঁথিয়ায় সরকারি পুকুর থেকে মাছ চুরি গ্রেপ্তার ৮

কালের সমাজ | জেলা প্রতিনিধি,পাবনা মার্চ ৮, ২০২৫, ০২:৫৭ পিএম পাবনা সাঁথিয়ায় সরকারি  পুকুর থেকে মাছ চুরি গ্রেপ্তার ৮

পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদের দক্ষিণ পাশের সরকারি পুকুর থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর নেতৃত্বে ৭ মার্চ ভোররাতে  মাছ চুরি করার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মামলা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা পরিষদ এর দক্ষিণ পাশে একটি সরকারি পুকুর আছে। পুকুরটি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রণে আছে। পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর নেতৃত্বে ৭ মার্চ ভোররাতে  মাছ চুরি করার সময় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ এবং ২ জন পালিয়ে যায়।মাছ চোরেরা হলেন কোনাবাড়ীয়া গ্রামের মৃত ফয়েজ সরকারের ছেলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী, কোনাবাড়ীয়া গ্রামের মৃত সেলিমুজ্জামান মতিনের ছেলে মোহাম্মদ ইমরান শেখ ওরফে শিশির, নন্দনপুর কৃষ্ণপুর গ্রামের শাকিল ও শওকত, নন্দনপুরের আজিজুল হকের ছেলে সাইফুল ইসলাম, নন্দনপুর দাসপাড়া গ্রামের শের আলীর ছেলে সোহেল রানা, স্বরপ গ্রামের এমদাদুল হক,স্বরপ গ্রামের মিজানুর রহমান, নন্দনপুর বাজার পাড়ার শ্রী বসু হালদার, কোনাবাড়ীয়া গ্রামের হান্নান সরকারের ছেলে মাসুদ রানা রাজু।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ৮ জন মাছ চোরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আর ২ জনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।


কালের সমাজ// এ.জে

Side banner