ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ঢাকার ধামরাইয়ে ভাড়িয়া ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালের সমাজ | আব্দুর আসিফ জয় মার্চ ৮, ২০২৫, ০১:২২ পিএম ঢাকার ধামরাইয়ে ভাড়িয়া ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোয়া ও ইফতার মাহফিলে  ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ১৯ বছর পূর্বে আজকের এই দিনে আমাদের প্রিয় নেতা বিএনপি‍‍`র পার্বত্য সম্মানিত চেয়ারম্যান আপনাদের  আমাদের সকলের আশা-আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানকে মইনুদ্দিন ফকির উদ্দিন সরকার অন্যায় ভাবে তাকে গ্রেফতার করেছিল ৷ 

আমি সেই গ্রেফতারের দিন সারা রাত জেগে দিনের বেলায় সারাদিন খুজের বারান্দায় ছিলাম৷  রাত্রিতে যখন তাকে কুটের মধ্যে উপস্থাপন করা হয়৷ তখন সেই দৃশ্য আপনারা যারা এই বয়স যাদের ২৫ এর উপর তারা সবাই দেখেছেন ৷ আজকে সেই দিন যেদিন আমাদের তারেক রহমান কে অন্যায় ভাবে গ্রেফতার  করে  বন্দী করা হয়েছিল৷ আজকে সেই দিন।

আজকে আমরা বাংলাদেশের মানুষ একসাথে সকল মুসলমান ইফতার করতেছি ৷ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি অন্যায় ভাবে যে তাকে গ্রেফতার করেছিল সাজা দিয়েছিল সমস্ত কিছু থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি এর জন্য আজকে আল্লাহর কাছে রমজান মোবারক এ রহমতের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং শুকরিয়া আদায় করি ৷ আমরা সকলেই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া করবেন সে যেন দেশের সুষ্ঠু নেতৃত্ব দিয়ে৷ বাংলাদেশের সকল চাওয়া পাওয়া যেন তিনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারে ৷ আমাদের মা আমাদের   দেশনেত্রী খালেদা জিয়া ৷  তিন অত্যন্ত অসুস্থ আপনারা সকলেই তার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থভাবে বেঁচে থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন ৷ এবং তিনি যেন বাংলাদেশের মানুষের  ভোটের অধিকার ও মানবাধিকার উন্নয়ন এবং উৎপাদনে রাজনীতি তিনি যেন সেটা  বিকশিত করতে পারে ৷ আপনারা দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তিনি একজন সৎ এবং নিম্ন ব্যেক্তি ছিলেন৷ এবং তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান দুনিয়া ছেড়ে চলে গেছেন তার জন্য দোয়া করবেন ৷

ভাড়িয়া ইউনিয়নে বিএনপি যবুদল ছাএদল অঙ্গ সংগঠনে৷ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ৷ সভাপতিত্ব করেন সাবেক সাধারণ সম্পাদক ভাড়ালিয়া  ইউনিয়নের এইচ আহাম্মেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক জাহিদ ৷  এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা ।

 

কালের সমাজ// এ.জে

Side banner