ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাঙ্গালহালিয়ায় মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন।

কালের সমাজ | রাজস্থলী প্রতিনিধি চট্টগ্রাম মার্চ ৪, ২০২৫, ০২:০২ পিএম বাঙ্গালহালিয়ায় মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন।

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবলু এর নামে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)রাজস্থলী উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

৩ই মার্চ বিকালে  বাঙ্গালহালিয়া বাজারস্থ যাত্রী ছাউনির সামনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকায় ভুক্তভোগী পরিবার ও ইউনিয়নের শতাধিক পুরুষ এবং বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহন করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ,উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে,উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স  বাঙ্গালহালিয়া  ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লাসহ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক  রুবেল বাঙাল হালিয়া   ইউনিয়ন বিএনপি  সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক  মোঃ মামুন আরো অনেক এ। এ সময় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজস্থলী উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner