ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ডিবি পুলিশের যৌথ অভিযানে ৫ ডাকাতকে গ্রেফতার!

কালের সমাজ | সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:১৯ পিএম ডিবি পুলিশের যৌথ অভিযানে ৫ ডাকাতকে গ্রেফতার!

ঢাকার আশুলিয়া থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বাইশমাইল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ডাকতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৫৪ মিনিটের  সময় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির। এসময় তিনি বলেন গতকাল রাত অনুমান ১টা ৪৫ মিনিটের সময় আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল ডাকাত অস্ত্র শস্ত্রসহ ডাকাতির জন্য সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বাইশমাইল রোড কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিরা হলো:(১) মো: খায়ের হোসেন (৩৫),পিতা-মৃত আজিজ মোল্লা,মাতা-খাদিজা বেগম,গ্রাম-পারদাউকা,থানা-গলাচিপা,জেলা-পটুয়াখালী,বর্তমান ঠিকানা -আনন্দপুর সিটি লেন,বুবলীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার,জেলা-ঢাকা। (২) মোঃ কবির হোসেন (৪৫), পিতাঃ মৃত-শামছুল হক,মাতা-মোছাঃ মমতাজ বেগম, গ্রাম-সোনাপুর,থানা-কাজির হাট,জেলা-বরিশাল। বর্তামান ঠিকানা-আনন্দপুর খ্রিষ্টান পাড়া সোবাহান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া,থানা-সাভার,জেলা ঢাকা।(৩) মোঃ ইমরান আলী (৪২),পিতা-ছলেমান আলী,মাতা-জোহরা বেগম,গ্রাম-চরসিলেবাস,থানা-চৌহালি,জেলা-সিরাজগঞ্জ,বর্তমান-ঠিকনা-ছোট চন্ডাইল,থানা-ধামরাই জেলা-ঢাকা। (৪) মোঃ সুমন মিয়া (৫৫),পিতা-মৃত সেলিম মিয়া,মাতা-মৃত সেলিনা বেগম,গ্রাম-গোডাউন পড়া,থানা-সিংড়া,জেলা-নাটোর, বর্তমান ঠিকানা-ছোট চন্ডাইল,থানা-ধামরাই জেলা-ঢাকা। (৫) মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতা-মৃত ফজর উদ্দিন,গ্রাম-রাজবাড়ী গুচ্ছ গ্রাম,থানা-নাগেশ্বরী,জেলা-কুড়িগ্রাম

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner