ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল ৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান

কালের সমাজ | পিরোজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৪৭ পিএম পিরোজপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল ৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান

নেছারাবাদ উপজেলায় মিয়ারহাট বন্দরে ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে উপজেলার মিয়ারহাট বন্দর সংলগ্ন মাছ এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। যানাযায়, আগুনে আনুমানিক পয়ত্রিশ কোটি টাকার মত ক্ষতিসাধন হয়েছে। অগ্নিকান্ড ঘটনার সূত্রপাত নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলমান। নেছারাবাদ উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইন চার্জ মো: সাজেদুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন। নেছারাবাদ,বানারিপাড়া এবং কাউখালির ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল পাঁচটার দিকে বাজারে বরফকল ব্যবসায়ীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে নেছারাবাদ ফায়ার সার্ভিস, কাউখালী এবং বানারীপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সহতায় আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের ৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে আনুমানিক ৫০ কোটি টাকার মত ক্ষতি হয়েছে।

 

স্থানীয় সাংবাদিক মো: আসাদুজ্জামান জানান, ভোর রাতে মসজিদের মাইকে আগুনের খবর শুনতে পেরে ছুটে আসি। সেখানে আমাদেরও দু‍‍`টি দোকান পুড়ে গেছে। আগুনে কাপড়ের দোকান,মুদিমনোহারি,ফলের দোকান,পাখির দোকান,লেপতোসক,মাছের দোকান,ইলেকট্রনিক্স,ঔষধের দোকান,রংয়ের দোকান সহ ষাটটি দোকান পুড়ে গেছে। আগুনে ব্যবসায়ি এবং দোকান মালিক উভয় পক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। সেখানে আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেদিকে সতর্ক অবস্থায় ছিলাম। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রনে।  

 

নেছারাবাদ উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইন চার্জ মো: সাজেদুল হাসান জানান, আগুনে আনুমানিক ৫৫-৬০ টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ত্রিশ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানার জন্য তদন্ত চলছে।

 

কালের সমাজ /সাএ

 

Side banner