ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালের সমাজ | মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:০৮ পিএম টাঙ্গাইলে আওয়ামীলীগ নেতা ও  ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের লক্ষে জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাতে অভিযান চালায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রাম পর্যায়ে এসব অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকমীদের আটক করা হয়। পরে আটক করা এসব নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চলমান অপারেশন ডেভিল হান্ট (Operation Devil Hunt) অভিযানে টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাসুদ তালুকদারকে (৬০) মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কালিহাতী থানা পুলিশ আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার নারান্দিয়া নিজ বাসভবন থেকে দুপুর সাড়ের ১২টার দিকে সময় কালিহাতী থানা পুলিশের বিশেষ অভিযানে চেয়ারম্যানকে আটক করা হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান,আটককৃত ব্যক্তি টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি। তাকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। 

 

কালের সমাজ/  সাএ

Side banner