ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কালের সমাজ | জেলা প্রতিনিধি, কক্সবাজার ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৪:৫৮ পিএম নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।


অপহৃত জেলেরা হলেন—টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাছান (৩০), আবদু রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘নাফ নদীতে মাছ ধরতে গেলে জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের ফেরত আনতে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে।’


গেল বছরের ৬ অক্টোবর টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জেলে গভীর সাগরে মাছ ধরতে যায়। তাদের ৯ অক্টোবর অপহরণ করে সেদেশের নৌবাহিনী। এসময় মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিডবোট থেকে বাংলাদেশি একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতে তিন জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় একজন ঘটনাস্থলে মারা যান। পরে জেলেদের ফেরত দেওয়া হয়।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner