ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার তীব্র যানজট

কালের সমাজ | দাউদকান্দি উপজেলা প্রতিনিধি, কুমিল্লা জানুয়ারি ১০, ২০২৫, ০২:১১ পিএম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার তীব্র যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশা ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ধীতপুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যার ফলে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় ধীতপুর এলাকায় দুটি ঢাকাগামী ট্রাকের সংঘর্ষে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকাল ৮টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা রেকারের সাহায্যে উল্টে যাওয়া কাভার্ডভ্যান এবং গিয়ার ফেঁসে বিকল বাসটিকে এক লেনে সরিয়ে দেন। তারা ঘুমিয়ে পড়া চালকদের জাগিয়ে তোলেন। এরপর সকাল ৮টার পর থেকে ঢাকাগামী ও চট্টগ্রামগামী মহাসড়কের চার লেনের পরিবর্তে দুই লেনে যানবাহন চলাচল শুরু হয়। তবে বেলা ১১টা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের পরিস্থিতি অব্যাহত ছিল।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল গণমাধ্যমকে বলেন, রেকারের মাধ্যমে মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তারা দুপুরের আগেই দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহন দুটি সরানোর চেষ্টা করছেন।

 

কালের সমাজ/এ.জে

Side banner