ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

নির্বাচনে অংশ নিতে আ. লীগের কোনো বাধা নেই: সিইসি

কালের সমাজ | জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:৪২ পিএম নির্বাচনে অংশ নিতে আ. লীগের কোনো বাধা নেই: সিইসি

সরকার ও আদালত যদি এই দলকে নিষিদ্ধ না করে তাহলে আওয়ামী লীগ অনেক পুরোনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল তাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই,প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন ।

তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে  হালনাগাদ ভোটার তালিকা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, গেল তিনটি নির্বাচনে কি হয়েছে সেটি সবাই দেখেছে। এবার নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। দেশীয় কিংবা বহির্বিশ্বে কোনো চাপ নেই। আর তাই সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।


তিনি বলেন, সংবিধানে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ীই নির্বাচন কমিশন তার কাজ এগিয়ে নিচ্ছে। খুব দ্রুতই ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে। কেউ অবৈধভাবে ভোটার হতে চাইলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান সিইসি।


 মো. ইউনুচ আলীর সভাপতিত্বে সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/আ.য

Side banner