ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

সাভার উপজেলা পতিনিধি, ঢাকা ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:৪২ এএম শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। আজ সোমবার প্রথম প্রহর থেকেই স্মৃতিসৌধে এ ঢল নামতে শুরু করে।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপঃধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সকালে ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান ৩১ বার তপঃধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। দেশের নতুন প্রেক্ষাপটে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে।

এরপর সকাল সাড়ে ৬টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে সকাল ৭টা ১২ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁর সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এর পর ফুল হাতে শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে যান হাজারো মানুষ। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারে। তাদের অনেকের হাতেই দেখা যাচ্ছে লাল-সবুজের পতাকা।

রাজধানীর বাইরে সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল থেকে বিভিন্ন জেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


কালের সমাজ/আ.য

Side banner