ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছে রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ শুরু করে ব্যাটারিচালিত রিকশা চালকরা। এর আগে সেখানে গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা।
চালকরা বলেন, ব্যাটারিচালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে ৮ থেকে ১০ লাখ চালকসহ কর্মহীন হয়ে পড়ছেন। বিকল্প কোনো ব্যবস্থা না করে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটি প্রত্যাহার করতে হবে। এসময় ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবিসহ বেশ কয়েকটি দাবি তোলেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
গত দুদিন ধরেই রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়েছে তাদের পাল্টাপাল্টি ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল। রেল লাইন অবরোধে, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে চার ঘণ্টা।
কালের সমাজ/এ.স./সাএ
আপনার মতামত লিখুন :