প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কেউই মামলার এজাহারভুক্ত আসামি নন।
সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার। তিনি জানান, গ্রেপ্তার তিনজনকে সোমবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পারভেজের সঙ্গে তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর তর্কাতর্কি হয়। ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে মীমাংসায় বসে। তবে পরে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় প্রাইম এশিয়ার এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র—মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীর পাশাপাশি আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের মোটিভ ও অন্যান্য জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কালের সমাজ//এ.স//এ.জে
আপনার মতামত লিখুন :