যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের একটি ট্রেন ২৭ মিনিট ধরে আটকে ছিল। স্বয়ংক্রিয় সিস্টেমের কারণে ওই ট্রেনটি থামার পর বাকি ট্রেনগুলোর চলাচলও সাময়িকভাবে স্থগিত হয়ে যায়, ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
সোমবার (২৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এক ট্রেনের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটিকে আগারগাঁও স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর বাকি ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক হয়।
আরেকটি দায়িত্বশীল সূত্র জানায়, একটি ট্রেনের ব্রেকে জটিলতা দেখা দেয়। ফলে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৪টা ৮ মিনিট থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে, ট্রেন বন্ধ থাকার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক যাত্রী ছবিসহ পোস্ট করেছেন তাদের অভিজ্ঞতা।
একজন যাত্রী, সাইরা ওয়ালি, লিখেছেন, "কাজীপাড়া থেকে মিরপুর ১০-এর পথে হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে থেমে গেল মেট্রো। তখন সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?"
এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে কর্তৃপক্ষ আরও সতর্কতা অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :