ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শ্যামলীতে আন্দোলনে আহতদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:২৯ পিএম শ্যামলীতে আন্দোলনে আহতদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, ক্যাটাগরি পদ্ধতি বাতিলসহ দ্রুত উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা।

এর ফলে উভয়পাশের যান চলাচল বন্ধ হয়ে গিয়ে গন্তব্যগামী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ের আন্দোলন শুরু করেন।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনরত জুলাই আন্দোলনে আহতরা পুরো রাস্তা অবরোধ করেছেন, যার ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এদিকে একই দাবিতে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতেন থাকেন আহতরা।

 

কালের সমাজ/এ.স./সাএ

 

Side banner