ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম প্রকল্পের

প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২৪, ০৫:৪৭ পিএম প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন

আজ ইউসেপ বাংলাদেশ ঢাকা উত্তর অঞ্চল তাদের মিরপুরস্থ কার্যালয়ে এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম প্রকল্পের কোর্স সমাপনীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত কর্মশালায় ইউসেপ ঢাকা অঞ্চলের প্রায় ১০০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থা ও পরিচালনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন-সংশ্লিষ্ট থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ এবং তাঁরা হলেন- জনাব মোঃ রাজু আহমেদ, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদপুর, মিস ফারজানা শারমিন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পল্লবি, জনাব আব্দুল কাদের ফকির, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরপুর, মোসাঃ নাসরিন সুলতানা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লালবাগ, জনাব আব্দুল হাকিম, থানা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা বাড্ডা, জনাব আব্দুল্লাহ আল মারুফ, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমনা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃ আনোয়ারুল ইসলাম। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব ড. মোঃ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মজিদ, জেলা শিক্ষা কর্মকর্তা ঢাকা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পরিচালক প্রোগ্রাম ও ইনোভেশন ইউসেপ বাংলাদেশ ইঞ্জিঃ মোহাম্মাদ আব্দুল মান্নান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি জনাব, জনাব মোঃ আব্দুল মজিদ, জেলা শিক্ষা কর্মকর্তা, ঢাকা তাঁর বক্তৃতায় ইউসেপ বাংলাদেশের ভুয়সী প্রশংসা করেন, পাশাপাশি ইউসেপ বাংলাদেশ থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। তিনি কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন এই ধরনের কর্মশালা শিক্ষকদের কর্মস্পৃহা এবং শিক্ষাকার্যক্রম সংক্রান্ত জ্ঞানের গভীরতা বৃদ্ধি করে। এছাড়াও শিক্ষা কার্যক্রমে ডিজিটাল কন্টেন্ট তৈরির দক্ষতার উপরও গুরুত্ব আরোপ করেন পরিশেষে, অনুষ্ঠানের সভাপতি ইউসেপ বাংলাদেশ এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব ড. মো: আবদুল করিম (সাবেক মুখ্য সচিব) তিনি তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন ইউসেপের সকল শিক্ষকদের সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এই ব্যবস্থা করলে পাঠদানের ক্ষেত্রে যেমন সুবিধা, তেমনি সর্বোচ্চ ফলাফল আশা করা যাবে। গুগল এর তথ্য মতে বাংলাদেশের শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হলো ইউসেপ বাংলাদেশ। ইউসেপ এ প্রায় ৪২টি অকুপেশনে প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা আছে।

ইউসেপ বাংলাদেশ এর শিক্ষকদের যোগ্যতা এবং কর্মদক্ষতায় ভুলগুলো সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে। তাই তিনি ভুলগুলো এমপিও ভুক্ত করার প্রস্তাব রাখেন। জাপান কে কেন্দ্র করে ৯ মাস মেয়াদি কেয়ার গিভিং কোর্স দেওয়া হচ্ছে, এর অংশ হিসেবে জাপানিজ ভাষা, সংস্কৃতি, ড্রাইভিং এবং রান্না শেখানো হচ্ছে। ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ লেখাপড়া থেকে ঝরে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উপার্জনক্ষম নারী হিসেবে প্রতিষ্ঠিত করার কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সেই সাথে ১০০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। মোঃ আনোয়ারুল ইসলাম আঞ্চলিক ব্যবস্থাপক ইউসেপ ঢাকা উত্তর অঞ্চল

 

কালের সমাজ/এস কে 

Side banner

রাজধানী বিভাগের আরো খবর